নগদ একাউন্ট খোলার নিয়ম
Nagad এর পথচলা শুরু হয় ২০১৮ সালের নভেম্বর মাসে। আর এখন অব্দি নগদের পার্ফোমেন্স চোখে পড়ার মত। সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ সম্পন্ন নগদ এখন বাংলাদেশের ট্রেন্ডিং মোবাইল ব্যাংকিং প্লাটফর্ম।
প্রথমেই নগদ সম্পর্কে কিছু ধারনা দিয়ে নেই, নগদ হলো বাংলাদেশ সরকারের ডাক বিভাগের ডিজিটাল আর্থিক লেনদেন প্লাটফর্ম।
আকর্ষণীয় ক্যাশ আউট চার্জ এর মাধ্যমে খুব জনপ্রিয়তা লাভ করে। তাই নিত্যনতুন গ্রাহক MFS এর চার্জ কমাতে Nagad এর দিকে ঝুঁকছে আর নগদ একাউন্ট খোলার নিয়ম জানতে ইচ্ছুক হচ্ছে।
উক্ত ইচ্ছাকে উদ্দেশ্য করে এই আর্টিকেলের মাধ্যমে ঘরে বসে নগদ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরবো।
নগদ একাউন্ট খুলতে যা যা লাগে
যেহেতু নগদ একাউন্ট খোলার জন্য মনঃস্থির করেছেন তাই শুরুতেই জেনে নেয়া যাক নগদ একাউন্ট খুলতে প্রয়োজনীয় ডকুমেন্টস:
- গ্রাহকের নাম
- জন্ম তারিখ
- জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধন নাম্বার
- পাসপোর্ট সাইজের ছবি
- মোবাইল নাম্বার
ব্যাস, এই জিনিস গুলো গুছিয়েই ফেলেই ঘরে বসে ঘরে বসে নগদ একাউন্ট খোলার জন্য বসে পড়ুন।
নগদ একাউন্ট খোলার নিয়ম
খুব সহজেই অল্প কিছু স্টেপের মাধ্যমে নগদ একাউন্ট খোলার নিয়ম গুলো বলবো। মূলত দুই ভাবে এটা করা সম্ভব। মোবাইল অ্যাপ ও USSD ডায়েল কোড। অবশ্যই উভয় নিয়ম সম্পর্কেই বলবো। তবে প্রথমে কোড ডায়েল করে।
কোড ডায়েল করে নগদ অ্যাকাউন্ট খোলার নিয়ম
#১ম ধাপ: নগদ একাউন্ট পূর্বে খোলা হয়নি এমন এক সিম থাকা একটি সচল ফোন হাতে নিন। এবার ডায়েল করুন *167#
#২য় ধাপ: ৪ সংখ্যার পিন নাম্বার সেট করতে বলা হবে। PIN সেট করুন এবং পরপর দুইবার একই কাজ করুন।
#৩য় ধাপ: এই পর্যায়ে আপনি মুনাফা পেতে চাচ্ছেন কি না সেটা জানতে চাওয়া হবে। এক্ষেত্রে ১ প্রেস করলে মুনাফা পাবেন (Regular Account) ও ২ প্রেস করলে মুনাফা পাবেন না (Islamic Account) জমাকৃত টাকার উপর।
#৪র্থ ধাপ: ব্যাস আপনার আপনার একাউন্ট প্রাথমিকভাবে তৈরি হয়ে গেছে। এবার আবার *১৬৭# ডায়েল করে নগদ একাউন্ট চেক করে নিন।
জেনে নিলেন কোড ডায়েল করে নগদ অ্যাকাউন্ট খোলার নিয়ম সম্পর্কে এবার দেখে নেয়া যাক মোবাইল অ্যাপ দিয়ে কিভাবে করবেন সে বিষয়ে।
অ্যাপ দিয়ে নগদ অ্যাকাউন্ট খোলার নিয়ম
#১ম ধাপ: এক্ষেত্রে প্রথমে google play store থেকে Nagad মোবাইল অ্যাপ ইন্সটল করে নিতে হবে। অথবা ডাউনলোড করতে পারেন নগদের অফিসিয়াল ওয়েবসাইটে থেকে।
#২য় ধাপ: অ্যাপ ওপেন করার পর সাভাবিক ভাবে লগিন অথবা রেজিস্ট্রেশন অপশন আসবে। সেখানে রেজিস্ট্রেশন অপশনটি বেছে নিবেন এবং মোবাইল নাম্বারটি সাবমিট করুন (যেটাতে নগদ একাউন্ট খুলতে চাচ্ছেন)
#৩য় ধাপ: এরপর আপনি যে অপারেটরের সিম ইউস করেন সেই অপারেটর সিলেক্ট করুন। তারপরেই আপনি কোন টাইপের একাউন্ট খুলতে চান সেটা সিলেক্ট করতে হবে।
#৪র্থ ধাপ: এবার জাতীয় পরিচয় পত্রের সামনে ও পিছনের দিকে ছবি তুলে সাবমিট করুন। অত:পর ভেরিফিকেশনের জন্য কিছুক্ষন অপেক্ষা করুন। অটোমেটিক ভাবেই তখন NID এর সকল তথ্য ফিলআপ হয়ে যাবে, সেগুলো যাচাই করে দেখবেন সব নির্ভুল আছে কি-না। যদি কিছু মিসিং তথ্য থাকে সেটা সাবমিট করুন।
#৫ম ধাপ: নেক্সট ধাপে আপনার মুখমণ্ডলের ক্যান করতে বলা হবে। পর্যাপ্ত আলোতে ক্যামেরার দিকে মুখ করে চোখের কয়েকটা পলক ফেলুন। এরপর একটা OTP এর মাধ্যমে নিশ্চয়ন করা হবে আপনাকে। সেটা সাবমিট করলেই আপনার নগদ একাউন্ট খোলা সংক্রান্ত কাজ শেষ হবে।
#৬ষ্ঠ ধাপ: এবার নাম্বার ও পিন পুনরায় সাবমিট করে লগিন করে ফেলুন। এটুকু কাজ হয়ে গেলে আপনি অ্যাপ এর ড্যাশবোর্ডে যেতে পারবেন এবং সেখান থেকে আপনার ব্যক্তিগত ডিটেইলস যেমন: নাম, ছবি ইত্যাদি অ্যাপ এ ইনপুট করতে পারবেন।
বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম
আপনি অবশ্যই খেয়াল করেছেন যে, এই আর্টিকেলে নগদ একাউন্ট খোলার দুইটি নিয়ম (App & USSD) দেখিয়েছি। উপরের দুইটি নিয়মই আপনি স্মার্টফোনে করতে পারবেন। তবে আপনি যখন বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার চেষ্টা করবেন তখন যেহেতু কোনো অ্যাপ ব্যবহার করতে পারবেন না তাই আপনার কাছে কেবল একটি মাত্র অপশন খোলা থাকবে, আর সেটা হলো USSD ডায়েল করে একাউন্ট খোলা।
এক্ষেত্রে উপরে উল্লেখ্যিত কোড ডায়েল করে নগদ অ্যাকাউন্ট খোলার নিয়ম অনুসরণ করুন।
Frequently Asked Question
১. নগদ একাউন্ট সচল রাখতে কোনো খরচ আছে?
নাহ, কেবল ক্যাশআউট চার্জ আছে।
২. নগদে ক্যাশ আউট চার্জ কত?
অ্যাপ থেকে ৯.৯৯ টাকা ভ্যাট সহ ১২.৪৯ টাকা এবং USSD কোড থেকে হাজারে ১২.৯৯ টাকা ও ভ্যাট সহ ১৪.৯৪ টাকা
৩. নগদে সেন্ট মানিতে খরচ আছে?
সেন্ড মানি করলে ৫ টাকা চার্জ কাটে ঠিকই তবে সাথে সাথেই ৫ টাকা ক্যাশব্যাক দিয়ে দেয়। সে হিসেবে সেন্ড মানিতে চার্জ শূণ্য (০)।
পরিশেষে মন্তব্য
উপরোক্ত গাইডলাইন থেকে নিশ্চই জানতে পেরেছেন নগদ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে। এখন নিজ ঘরে বসে নগদ একাউন্ট খুলুন, কোথাও না গিয়েই। আর এমনই টেকনিক্যাল গাইডলাইনের জন্য অনুসরণ করুন ইনফোনুর, ধন্যবাদ।