নগদ একাউন্ট দেখার নিয়ম
আমরা ইতিমধ্যে জেনেছি Nagad সম্পর্কে, যেটা হলো একটি মোবাইল ফাইন্যান্সিয়াল প্ল্যাটফর্ম। দেশে সবচেয়ে কম রেটে টাকা ক্যাশআউট করা ও দেশের সবস্থানে এদের খুজে পাওয়ার জন্য জনপ্রিয়।
তবে আমাদের মধ্যে অনেক নতুন ইউজার রয়েছে যারা নগদ ব্যালেন্স দেখার নিয়ম সম্পর্কে জানেন না, প্রতিটা লেনদেন করার পর কত টাকা একাউন্টে রয়েছে তা দেখার প্রয়োজনীয়তা দেখা দেয়। এমতাবস্থায় করণীয় কি সে বিষয়ে জানাতেই এই আর্টিকেলটি।
নগদ একাউন্ট দেখার নিয়ম
মূলত নগদ একাউন্ট দেখা বলতে নগদ একাউন্টের ব্যালেন্স চেক করাকেই বুঝানো হয়ে থাকে। এক্ষেত্রে আমরা জানবো নগদ ব্যালেন্স দেখার নিয়ম সম্পর্কে। টেকনিক্যালি নগদ একাউন্ট দেখার নিয়ম দুইটি।
- নগদ কোড ডায়াল করে একাউন্ট দেখার নিয়ম
- নগদ অ্যাপের মাধ্যমে নগদ একাউন্ট দেখার নিয়ম
এই পর্যায়ে একেক করে দুইটি পদ্ধতি সম্পর্কেই বিস্তারিত জেনে নিবো।
নগদ কোড ডায়াল করে একাউন্ট দেখার নিয়ম
আপনি নিশ্চই জেনে থাকবেন যে, মোবাইল ফোনের USSD ডায়েল করার মাধ্যমে নগদ একাউন্ট পরিচালনা করা যায়। এক্ষেত্রে আপনার যা করণীয় তা ধাপে ধাপে জানান দিচ্ছি।
১ম ধাপ: মোবাইলের ডায়েল প্যাডে গিয়ে টাইপ করুন *167# ! এক্ষেত্রে স্মরণ রাখতে হবে যে, আপনি যে নাম্বারে বা সিমে নগদ একাউন্ট খুলেছিলেন সেই নাম্বারে বা সিমেই ডায়েল করতে হবে।
২য় ধাপ: ডায়েল করার পরেই মেনু অপশন দেখানো হবে। লক্ষ্য করে দেখবেন যে ৭ নাম্বার মেনুতে লিখা আচে My Nagad এটাই ডায়েল করবেন। যার অর্থ 7 Type করে Send বাটনে ক্লিক করবেন।
৩য় ধাপ: এই পর্যায়ে আরেকটি নতুন মেনু দেখতে পারবেন যেখান থেকে ১ম মেনু তথা Balance Enquiry অপশনটি বেছে নিয়ে 1 টাইপ করে সেন্ড করবেন।
৪য় ধাপ: এই ধাপে আপনাকে আপনার ব্যক্তিগত একাউন্টের PIN (Personal Identity Number) টাইপ করতে বলা হবে। একাউন্ট খোলার সময় যে ৪ কোডের পিন নাম্বারটি দিয়েছিলেন সেটা এখানে সাবমিট করে Send বাটনে আবার ক্লিক করুন।
৫ম ধাপ: Finally, আপনি আপনার একাউন্ট ব্যালেন্স দেখতে সক্ষম হবেন। ব্যাস, এভাবেই কোড (USSD) ডায়াল করে নগদ একাউন্ট ব্যালেন্স দেখা যায়।
নগদ অ্যাপের মাধ্যমে নগদ একাউন্ট দেখার নিয়ম
আচ্ছা, এবার যদি আপনার ফোনে ইন্সটল করা থাকে নগদ মোবাইল অ্যাপ তাহলে কি কষ্ট করে এতো কিছু ডায়েল করে করতে যাবেন? নিশ্চই না। এক ক্লিকে অ্যাপ ওপেন করেই দেখে নিতে পারেন আপনার নগদ একাউন্টে এখন কত টাকা রয়েছে। কিভাবে? বলছি বিস্তারিত..
১ম ধাপ: আপনার ফোনে ইন্সটল করা মোবাইল নগদের মোবাইল অ্যাপটি ওপেন করুন। নিশ্চই নগদ একাউন্ট কিভাবে খুলতে হয় এই আর্টিকেলের মাধ্যমে নগদ একাউন্ট খোলার টিউটরিয়াল দেখেছেন, এবার সে একাউন্টে লগিন করুন।
একাউন্টে লগিন করতে ব্যবহার করুন ৪ কোডের পিন নাম্বারটি যা একাউন্ট খোলার সময় সিলেক্ট করেছিলেন।
২য় ধাপ: লগিন করার পর যে ড্যাশবোর্ড আসবে সেখানে একদম উপরেই মাঝ বরাবর দেখতে পারবেন একাউন্ট ব্যালেন্স দেখার অপশন। সেখানে আলতো করে ক্লিক করলেই জানিয়ে দিবে আপনার একাউন্টে বর্তমানে কত টাকা অবশিষ্ট রয়েছে। আরো ভালো করে বুজতে নিচের ছবিগুলো লক্ষ্য করুন।
চুড়ান্ত মন্তব্য
এইতো, এই ছিলো নগদ একাউন্ট দেখার নিয়ম সংক্রান্ত বিস্তারিত আর্টিকেল যেখানে ছবিসহ ধাপে ধাপে দেখিয়েছি কিভাবে নগদ একাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন USSD ও Mobile Apps এর মাধ্যমে। যার দরুন আপনার মোবাইলে ডাটা কানেকশন থাকুক কিংবা না থাকুন নগদ একাউন্ট ব্যালেন্স আপনি জানতে পারবেনই। আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেটাই চেষ্টা করুন। আশা করছি আর্টিকেলটি ভালো লেগেছে, Stay Connected.