আপনার বিকাশ একাউন্ট আছে কিন্তু বিকাশে টাকা দেখার নিয়ম জানেন না? যার কারণে বর্তমানে আপনার বিকাশ একাউন্টে কত টাকা আছে সঠিক তথ্য আপনার কাছে নেই। আবার অনেক সময় এমন হয় যে, দীর্ঘদিন বিকাশ একাউন্ট ব্যবহার না করা হলে বিকাশ একাউন্ট চেক করার প্রয়োজনীয়তা দেখা দেয়।
মূলত প্রয়োজন যাই হোক না কেনো, বিকাশে টাকা দেখার পদ্ধতিসমূহ বিস্তারিত ভাবে জেনে নিতে পারবেন এই আর্টিকেল থেকে। একাধিক পদ্ধতিতে এটি করা যায় তাই সম্পূর্ণটা পড়ে সুবিধা অনুযায়ী নিদিষ্ট পদ্ধতিতে বিকাশ একাউন্ট চেক করুন।
বিকাশে টাকা দেখার নিয়ম
অফিসিয়ালি বিকাশ একাউন্ট চেক করার দুইটা পদ্ধতি আছে। তবে এই আর্টিকেলে এই দুইটা পদ্ধতির পাশাপাশি এডিশনাল আরেকটি পদ্ধতি সম্পর্কেও জানাবো বোনাস টিপস হিসেবে। তবে প্রথমেই প্রধান দুই পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।
বিকাশ ব্যালেন্স চেক কোড ডায়াল করে
আপনার কাছে যদি বাটন ফোন থাকে কিংবা স্মার্ট ফোন থাকলেও যদি বিকাশের মোবাইল অ্যাপ ব্যবহার না করে থাকেন তবে USSD কোড ডায়াল করার মাধ্যমেও জেনে নিতে পারবেন বিকাশের ব্যালেন্স। এক্ষেত্রে আপনার করণীয় হবে।
ধাপ ১) মোবাইলের ডায়াল প্যাড ওপেন করুন এবং টাইপ করুন *247#
ধাপ ২) এবার অনেক গুলো মেনু অপশন আসবে। সেখানে লক্ষ্য করে দেখবেন “৯ নাম্বার” মেনুতে রয়েছে “My Bkash” নামক অপশন। সেটির নাম্বার Dial করবেন।
ধাপ ৩) এবার আরেকটি মেনু অপশন আসবে যেখান থেকে ১ নাম্বার অপশন তথা “Check Balance” নামক অপশনটি Dial করবেন।
ধাপ ৪) এবার আপনার বিকাশ একাউন্টের PIN (Personal Identity Number) দিয়ে বলা হবে। সেটা সাবমিট করে দিলেই বিকাশ একাউন্টের ব্যালেন্স দেখতে পারবেন।
আরও জানুনঃ বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম।
বিকাশ অ্যাপ দিয়ে ব্যালেন্স চেক
আসলে অ্যাপ থেকে বিকাশ একাউন্ট ব্যালেন্স চেক করা খুবই সহজ। এক্ষেত্রে আপনাকে মোবাইলে ইন্সটল করা “বিকাশ অ্যাপ” টি ওপেন করতে হবে। লগিন করতে ৫ সংখ্যার পিক কোড ব্যবহার করুন।
এবার ড্যাশবোর্ড থেকে উপরের দিকে “ব্যালেন্স দেখুন” নামক অপশনটিতে হাল্কা ট্যাপ করলেই দেখা যাবে আপানার বিকাশ একাউন্টে কত টাকা আছে। বিষয়টি ক্লিয়ার ভাবে বুজতে নিচের দেয়া ছবিটি লক্ষ্য করুন।
এভাবেই খুব সহজে বিকাশ একাউন্টে কত টাকা আছে তা দেখতে পারবেন বিকাশ অ্যাপ ব্যবহার করে।
আরও দেখুনঃ বিকাশ মার্চেন্ট একাউন্ট খোলার উপায়।
বোনাস টিপস: বিকাশে টাকা দেখার নিয়ম
অনেক বৃদ্ধ ব্যক্তিরা রয়েছে যারা এতো শত নিয়ম বুঝে যা, তাদের ক্ষেত্রে বিকাশ ব্যালেন্স চেক করার সবচেয়ে সহজ উপায় হলো বিকাশ হেল্পলাইনে ১৬২৪৭ নাম্বারে কল দিয়ে তাদের কাছ থেকে জেনে নেয়া।
চুড়ান্ত মন্তব্য
এই ছিলো যাবতীয় উপায় বিকাশ ব্যালেন্স চেক করার। এখানে ধাপে ধাপে বিস্তারিতভাবে বিকাশে টাকা দেখার নিয়ম সম্পর্কে জানানো হয়েছে। আশা করছি উক্ত আর্টিকেলের মাধ্যমে আপনার বিকাশ একাউন্টে কত টাকা আছে তা জানতে পেরেছেন। বিকাশসহ অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল প্ল্যাটফর্ম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ইনফোনুর ডটকম অনুসরণ করুন, ধন্যবাদ।
Leave a comment