আপনি কি রকেট একাউন্ট খোলার নিয়ম সহ রকেট একাউন্ট সম্পর্কে যাবতীয় তথ্যগুলো জানতে চাচ্ছেন? আজকের পোস্টটি শেষ পর্যন্ত পড়লে আপনি খুব সহজেই নিমিষের মধ্যে একটি রকেট একাউন্ট খুলতে পারবেন এবং রকেট একাউন্ট পরিচালনা করার জন্য যে সমস্ত তথ্য জানা প্রয়োজন সেগুলো জানতে পারবেন।
ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে অবশ্যই আপনার একটি মোবাইল ব্যাংকিং একাউন্ট থাকা প্রয়োজন। আপনি চাইলে রকেটকে সেই কাঙ্খিত মোবাইল ব্যাংকিং সিস্টেম হিসেবে বাছাই করতে পারেন । কারণ বাংলাদেশে আসা প্রথম মোবাইল ব্যাংকিং সিস্টেম হচ্ছে রকেট এবং তাদের জনপ্রিয়তা ও নিরাপত্তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
রকেট একাউন্ট সুবিধা
- সিকিউরিটি: বর্তমানে বাংলাদেশে যতগুলো মোবাইল ব্যাংকিং সিস্টেম রয়েছে তার মধ্যে রকেট সবথেকে বেশি নিরাপত্তা প্রদান করবে আপনার একাউন্ট এবং টাকা কে।
- জনপ্রিয়তা: দেশের প্রায় সবাই রকেট ব্যবহার করে এবং প্রতিটা অঞ্চলে আপনি রকেট এর এজেন্ট পাবেন তাই রকেট থেকে টাকা উত্তোলন করতে কোন ঝামেলা হবে না।
- ব্যাংক ট্রান্সফার: যেকোনো ব্যাংক একাউন্ট থেকে রকেট এ টাকা নিয়ে আসা এবং রকেট থেকে যেকোনো ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে পারবেন।
- বিল পরিশোধ: গ্যাস, বিদ্যুৎ, পানি, এডুকেশন ও ইন্টারনেট সহ প্রয়োজনীয় সমস্ত বিল পরিশোধ করতে পারবেন।
- মোবাইল রিচার্জ: দেশের সমস্ত মোবাইল অপারেটর গুলোতে মুহূর্তেই টাকা রিচার্জ করা যায়।
- সহজে টাকা লেনদেন: যেহেতু রকেট এর ইন্টারফেস খুবই সহজ তাই এটি ব্যবহার করে খুব সহজেই টাকা লেনদেনসহ যাবতীয় সেবাগুলো গ্রহণ করা যায়।
রকেট একাউন্ট খুলতে কি কি লাগে?
রকেট অ্যাকাউন্ট যেহেতু টাকা লেনদেন এর সাথে সম্পর্কিত তাই একাউন্ট খুলতে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এবং তথ্য আবশ্যক। নিচে উল্লেখিত তথ্য এবং ডকুমেন্টসগুলো থাকলে ঘরে বসেই মুহূর্তের মধ্যেই রকেট একাউন্ট খুলে ফেলতে পারবেন।
- একটি বৈধ জাতীয় পরিচয় পত্র অথবা পাসপোর্ট।
- একটি সচল সিম কার্ড।(যেকোনো অপারেটরের)
- একটি বাটন অথবা অ্যান্ড্রয়েড ফোন।
- ইন্টারনেট কানেকশন।
- একটি ইমেইল এড্রেস। ( এটি আবশ্যক না)
- যে ব্যক্তির জাতীয় পরিচয় পত্র সেই ব্যক্তিকে উপস্থিত থাকতে হবে।
উপরে উল্লেখিত এই তথ্য এবং ডকুমেন্ট থাকলে আপনি এখনই একটি সচল রকেট একাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন।
রকেট একাউন্ট খোলার নিয়ম
আপনি চাইলে ২টি পদ্ধতি অবলম্বন করে ঘরে বসে রকেট একাউন্ট খুলতে পারবেন খুব সহজেই। এগুলো হচ্ছেঃ
- রকেট একাউন্ট খোলার কোড দিয়ে
- রকেট মোবাইল অ্যাপ দিয়ে
উপরোক্ত উপায়ে নিজে নিজে রকেট একাউন্ট খুলতে নিচে দেয়া ধাপগুলো অনুসরন করুন।
রকেট একাউন্ট খোলার কোড দিয়ে একাউন্ট খোলার নিয়ম
কোড দিয়ে সহজে রকেট একাউন্ট খুলতে সর্বপ্রথম আপনার ডায়েলপ্যাড ওপেন করুন। এরপর *322# ডায়েল করে 1 লিখে সেন্ড বাটনে চাপ দিন। এবার পছন্দমতো পিন দিয়ে সেন্ড বাটনে ক্লিক করলেই আপনার রকেট একাউন্ট খোলা হয়ে যাব।
আসুন আরও বিস্তারিতভাবে জেনে নিই…
ধাপ ০১ঃ যেকোনো একটি মোবাইল ফোনে আপনার সচল সিম ইনসার্ট করুন এবং ফোনে থাকা ডায়েলার অ্যাপ থেকে *322# ডায়াল করুন।
ধাপ ০২ঃ এরপর 1 লিখুন এবং সেন্ড অপশনে চাপ দিন। ( বাটন ফোন হলে 1 লিখে Ok করলে হবে)
ধাপ ০৩ঃ এবার উপরোক্ত ছবির মতো পপ-আপ বক্সে আপনার রকেট একাউন্ট এর ৪ ডিজিটের পিন লিখে সেন্ড করুন। ( অবশ্যই একটি কঠিন পিন নম্বর দিবেন এবং এটি কারো সাথে শেয়ার করবেন না)
ওপরের ধাপ গুলো সঠিকভাবে সম্পন্ন করলে আপনার সিমে রকেট একাউন্ট খোলা হয়ে যাবে। এই পদ্ধতি ব্যবহার করে আপনি চাইলে বাটন ফোন দিয়েও রকেট একাউন্ট খুলতে পারবেন।
তবে এখন চাইলেই এই অ্যাকাউন্ট দিয়ে লেনদেন করতে পারবেন না। কারণ আপনি এখনো NID সাবমিট করে KYC ভেরিফিকেশন করেননি।
KYC ভেরিফিকেশন এর জন্য রকেট অ্যাপ এ উক্ত একাউন্ট ইনফরমেশন দিয়ে লগইন করে জাতীয় পরিচয় পত্র এবং আপনার সেলফি আপলোড করতে হবে, যা নিচে দেখানো হয়েছে।
আরও জানুনঃ রকেট একাউন্ট ব্যালেন্স চেক করার নিয়ম
রকেট মোবাইল অ্যাপ দিয়ে একাউন্ট খোলার নিয়ম
রকেট একাউন্ট খোলার ক্ষেত্রে সবথেকে সহজ এবং দ্রুততম উপায় হচ্ছে অ্যাপ ব্যবহার করা। ধাপগুলো সহজভাবে নিম্নে আলোচনা করা হলো:
#ধাপ ১ঃ প্রাথমিক ধাপ, অ্যাপ ইন্সটল
সর্বপ্রথম আপনার স্মার্টফোনের প্লে স্টোরে গিয়ে “Rocket App” লিখে সার্চ করে রকেট অ্যাপটি ইন্সটল করে ওপেন করুন। অ্যাপ থেকে কোন পারমিশন চাইলে তা ALLOW করুন।
তারপর যে সিমে রকেট একাউন্ট খুলতে চাচ্ছেন সেই সিমের নম্বরটি দিয়ে Next চাপুন। তারপর একটি ইনস্ট্রাকশন দেখতে পারবেন এটি ভালোভাবে পড়ে নিয়ে “I Understand” বাটনে চাপুন।
এই পার্যায় আপনার এনআইডি কার্ড নম্বর দিন এবং ভেরিফাই অপশন চাপুন। এরপর একটি পপআপ চালু হবে, যেখানে আপনি রকেট একাউন্ট খুলতে চাচ্ছেন কিনা তা জিজ্ঞাসা করা হবে, তাই সেখানে থাকা Yes বাটনে চাপ দিন। এবার অটোমেটিক আপনার সেই সিমে একটি কল আসবে এবং সেই কলের মধ্যে একাউন্টের 4 ডিজিটের পিন নম্বর দিবেন।
পিন নম্বর দেওয়া হয়ে গেলে অটোমেটিক কলটি কেটে গিয়ে একটি SMS চলে আসবে এবং রকেট অ্যাপ এ নতুন ইন্টারফেস চালু হবে।
এরপর উপরোক্ত ছবির মতো ভেরিফিকেশন কোড এবং আপনার মোবাইল নম্বর অটোমেটিক বসে যাবে। শেষ বক্সে কলের মধ্যে সেট করা সেই পিন নম্বর দিয়ে ভেরিফাই তে চাপুন। এরপর আবার পিন নাম্বার দিয়ে নেক্সটএ গেলে KYC ভেরিফিকেশন করতে বলা হবে।
(উপরের ধাপগুলো কঠিন মনে হলে *৩২২# ডায়াল করে পিন সেট করুন। তারপর নিচের ধাপগুলো অনুসরণ করুন)
#ধাপ ২ঃ একাউন্ট ধরন নির্বাচন
অ্যাপ থেকে Update your KYC বাটনে চাপ দিয়ে অ্যাকাউন্ট এর ধরন নির্বাচন করতে হবে। এখান থেকে আপনার প্রয়োজন মত (জেনারেল অথবা রেমিটেন্স) অপশনটি সিলেক্ট করুণ । এরপর next এই গিয়ে শর্তাবলী গুলো পড়ে I agree তে চাপুন।
#ধাপ ৩ঃ প্রয়োজনীয় তথ্য প্রদান
এই ধাপে এসে আপনার জাতীয় পরিচয় পত্রের ফটো তুলতে বলা হবে। এখানে Nid কার্ড এর দুই পাশের ফটো তুলে Next এ ক্লিক করুন। ( অবশ্যই যথেষ্ট আলোতে স্পস্ট ছবি তুলবেন)
তারপর আপনার NID কার্ড এর সমস্ত ইনফরমেশন গুলো সেখানে শো করবে। কোন ইনফরমেশন আপনার জাতীয় পরিচয় পত্রের সাথে না মিললে সেটা ঠিক করতে হবে। পরবর্তী পেইজে আরও বেশ কিছু তথ্য চাওয়া হবে সেগুলো সঠিকভাবে পূরণ করে Next করুন।
#ধাপ ৪ঃ ফেইস ভেরিফিকেশন
NID card এর সমস্ত ইনফরমেশন গুলো সঠিকভাবে পূরণ করার পর যার NID তার ফেইস ভেরিফিকেশন করতে হবে। অবশ্যই পর্যাপ্ত আলোতে গিয়ে ক্যামেরা চালু করে ছবি তুলবেন। এখানে ক্যামেরাতে যখন ফেস দেখা যাবে তখন অ্যাপ এর নির্দেশনা অনুযায়ী আপনার ফেস যেরকম করতে বলা হবে সেরকম করবেন।
#ধাপ ৫ঃ তথ্যসমূহ কনফার্ম
ফেস ভেরিফিকেশন সম্পন্ন হলে এখানে আপনার যাবতীয় ইনফরমেশন গুলো দেখানো হবে। এগুলো সবকিছু ঠিক থাকলে সাবমিট করুন। এরপর আপনার মোবাইলে কনফারমেশন SMS এর মাধ্যমে একাউন্টের অবস্থা জানিয়ে দেওয়া হবে।
যদি NID কার্ড এর ইনফরমেশন গুলো সঠিক হয় এবং যার NID তারই ফটো ক্যাপচার করে থাকেন তাহলে এখানে আবেদন রিজেক্ট হওয়ার কোন সম্ভাবনা নেই। KYC ভেরিফিকেশন সম্পন্ন হলে আপনি এই একাউন্ট দিয়ে রকেট এর যাবতীয় সেবা উপভোগ করতে পারবেন।
রকেট একাউন্ট খোলার বোনাস
সফলভাবে রকেট একাউন্ট খোলা সম্পুর্ন হয়ে গেলে রকেট হতে আপনি পেয়ে যাবেন ইনস্ট্যান্ট ১৫ টাকা ক্যাশব্যাক। এই বোনাস দিয়ে মোবাইল রিচার্জ, বিল পরিশোধ, বা অন্য যেকোনো কাজে টাকা ব্যবহার করতে পারবেন।
FAQ
রকেট একাউন্ট কোড কি?
রকেট একাউন্ট কোডটি হচ্ছে *৩২২# । উক্ত কোড ডায়াল করে রকেট একাউন্ট চেক করা যায়।
এজেন্ট থেকে রকেট একাউন্ট খোলা যায়?
হ্যা, আপনি চাইলে প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ এজেন্ট এর কাছে নিয়ে গিয়ে সহজেই এজেন্ট এর মাধ্যমে rocket account create করতে পারবেন।
রকেট একাউন্ট খুলতে কোনো ফি লাগে?
না, সম্পূর্ন ফ্রি-তে রকেট একাউন্ট খোলা যায়, এর জন্য কোনো ফি প্রদান করতে হয় না।
পরিশেষে
আশা করি আপনি পুরো আর্টিকেল পড়ার পরে সমস্ত ধাপ সঠিকভাবে সম্পন্ন করে রকেট অ্যাকাউন্ট খুলতে পেরেছেন। এরপরেও রকেট একাউন্ট সম্পর্কিত আর কোন বিষয়ে জানতে চাইলে কমেন্ট করে জানাবেন।
Leave a comment