জন্ম নিবন্ধন যাচাই
আপনার জন্মসাল যদি ২০০০ এর আগে হয় তবে ৯০% চান্স রয়েছে যে, আপনার কাছে থাকা জন্মসনদটি সনাতন পদ্ধটিতে তৈরি (যাকে আমরা হাতে লিখা জন্ম সনদও বলে থাকি) আর বর্তমান আইন অনুযায়ী প্রতিটা মানুষের জন্ম সনদ ডিজিটাল বা অনলাইনে সাবমিট করা থাকতে হবে, নয়তো সেটিকে বাতিল বলে গণ্য করা হবে
এক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন অনলাইনে আছে কি-না সেটা চেক করা অনেক জরুরি বিষয় হয়ে উঠে। যখন আপনি অনুধাবন করবেন যে, আপনার জন্ম নিবন্ধন অনলাইনে করতেই হবে তখন অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম সম্পর্কে জানাটা ফরজে পরিণত হয়ে উঠবে।
তারপর আবার অনেকে মোবাইলে জন্ম নিবন্ধন চেক করতে চায় সেক্ষেত্রে কি পদক্ষেপ নেয়া যেতে পারে সেটিও জানতে হবে। মোট কথা হলো জন্ম নিবন্ধন চেক করা সংক্রান্ত যত গুলো বিষয় রয়েছে সেসব গুলোকেই আলোচনায় নিয়ে আসতে হয়।
তাই এই একটা আর্টিকেলের মাধ্যমেই জানাবো অনলাইনে Birth Certificate Check করার নিয়ম সম্পর্কে বিস্তারিত যাতে করে জন্ম নিবন্ধন চেক করা নিয়ে আর কোনো কনফিউশান না থাকে।
জন্ম নিবন্ধন কেন যাচাই করবেন?
যেহেতু কোনো কাজ করার পূর্বে কেনো কাজটি করছি জানা জরুরি। জন্ম নিবন্ধন যাচাই করার সবচেয়ে বড় কারণ হলো এটা চেক করা যে জন্ম নিবন্ধন সনদ ডিজিটাল ভার্সনে আছে কি-না। কেননা, যদি ডিজিটাল ফরম্যাটে না থাকে কিংবা অনলাইনে সাবমিট করা না থাকে তবে পূর্বের জন্ম নিবন্ধনটি অকেজো হয়ে থাকবে। এটা ছাড়াও জন্ম নিবন্ধন যাচাই করার অনেক গুলো কারণ থাকতে পারে যেমন:
#১) যেকোনো স্থানে জন্ম নিবন্ধন সাবমিট করলে উক্ত জন্ম নিবন্ধনটি আসল কি-না সেটা চেক করার জন্যই জন্ম নিবন্ধন যাচাই করা হয়। কেননা, আজকাল কিছু টুলস ব্যবহার করেই হুবহু জন্ম নিবন্ধনের কপি বানানো যায়।
#২) NID কার্ড করতে যাওয়ার ক্ষেত্রে জন্ম নিবন্ধন প্রয়োজন হয়। এমনকি জন্ম নিবন্ধনে থাকা তথ্যের আলোকেই NID কার্ড করা হয়। সেক্ষেত্রে জন্ম নিবন্ধনে যদি ভুল থাকে তবে NID কার্ডেও ভুল আসবে। তাই জন্ম নিবন্ধন চেক করে নেয়া উচিৎ যাতে কোনো ভুল না হয়।
#৩) শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রেও আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য জন্ম নিবন্ধন দেখে নিতে হয়।
#৪) পাসপোর্ট তৈরিতে জন্ম নিবন্ধন প্রয়োজন হয়। সেক্ষেত্রে একটি ভুল থাকা মানে অনেক বড় ভোগান্তির বিষয়। তাই এই জাতীয় কাজ শুরু করার আগে জন্ম নিবন্ধন যাচাই করে নেয়া জরুরি।
উল্লেখ্যিত এই সকল কারণ ছাড়াও ব্যক্তি ও কন্ডিশন ভেদে জন্ম নিবন্ধন যাচাই করা জরুরি হয়ে পরে এমতাবস্থায় অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম জেনে রাখলে দ্রুত সময়ের মধ্যেই নিশ্চিত হওয়া যায় যে, জন্ম সনদটি আসল কি-না, সব ঠিক আছে কি-না।
আরও জানুনঃ অনলাইনে নতুন জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম।
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম
এই পর্যায়ে আমরা বিস্তারিত ভাবে জানাবো অনলাইনে birth certificate verify করার নিয়ম সম্পর্কে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।
১ম ধাপ: সঠিক ওয়েবসাইটে প্রবেশ
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য আপনাকে সঠিক ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এক্ষেত্রে আপনি সরাসরি গুগল সার্চ বারে টাইপ করতে পারেন “bdris gov bd” অথবা এই লিংকে ক্লিক করার মাধ্যমে সরাসরি কাঙ্খিত পেজটিতে চলে যেতে পারেন। বিষয়টি বুঝার জন্য নিচের ছবিটি লক্ষ্য করুন।
২য় ধাপ: তথ্য সাবমিশন
লিংকে ক্লিক করার পর আপনাকে সরাসরি এই পেজটিতে নিয়ে আসবে। এখানে আপনি স্পষ্টভাবে ৩টি বক্স অপশন দেখতে পারবেন। এই বক্স গুলোতে তথ্য দিয়ে সাবমিট করতে হবে।
লক্ষ্য করুন, প্রথম বক্সে বলা আছে Birth Registration Number দেয়ার জন্য। এখানে আপনার ইতিমধ্যে থাকা ১৭ ডিজিটের জন্ম নিবন্ধনের নাম্বারটি বসিয়ে দিন।
এরপর পরের বক্সে জন্ম তারিখটি দিয়ে দিন। এক্ষেত্রে প্রথমে বছর, এরপর মাস এবং সবশেষে দিন – এই ফরম্যাটে তথ্য দিতে হবে।
এবার দেখুন একটি ক্যাপচা আসবে, নাম্বার ক্যাপচা। এখানে কিছু যোগ, বিয়োগ করতে বলা হবে যা খুব সহজ হয়ে থাকে। এই জাতীয় প্রশ্নের উত্তর দিন আর “Search” অপশনটিতে ক্লিক করে দিন। ব্যাস আপনার কাজ শেষ।
৩য় ধাপ: জন্ম নিবন্ধন চেক করুন
আপনার দেয়া তথ্য যদি সঠিক হয় এবং অনলাইনে জন্ম নিবন্ধন থেকে থাকে তবে এখানে জন্ম নিবন্ধনের সকল তথ্য গুলো দেখাবে।
যদি এরূপ পেজ আপনার সামনে প্রদর্শিত না হয় তবে দুইটা বিষয় বুঝে নিতে হবে। ১) আপনার দেয়া তথ্যতে ভুল ছিলো; ২) যদি তথ্য প্রদানে কোনো ভুল না থাকে তবে নিশ্চিত ভাবে এই জন্ম সনদটি অনলাইনে এখন অব্দি নিবন্ধন করা হয়নি।
জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড
যখন আপনি অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করবেন তখন সর্বশেষ যে পেজটি থাকবে (যেখান থেকে জন্ম নিবন্ধনের তথ্য দেখলেন) সেই পেজটিকেই যাচাই কপি বলা হয়।
এক্ষেত্রে জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড করতে ব্রাউজার থেকে 3 dot অপশনে ক্লিক করুন > প্রিন্ট নামক অপশন খুজুন আর সেটিতে ক্লিক করুন > Print As PDF অপশনটি সেট করে ডাউনলোড করে ফেলুন। ব্যাস এটুকুই, হয়ে গেছে আপনার জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড করা।
অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই সংক্রান্ত প্রশ্নোত্তর
মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করবো কিভাবে?
মোবাইল থেকে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম একই। তবে বেটার এক্সপ্রিরিয়ান্সের জন্য ব্রাউজার থেকে Desktop Mood অন করে নিতে পারেন। আর বাদ বাকি পদ্ধতি উপরের উল্লেখ্যিত নিয়ম অনুসরণ করুন।
জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করার অফিসিয়াল ওয়েবসাইট কোনটি?
অফিসিয়াল ওয়েবসাইট খোজার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। আর ভালো ভাবে ডোমেইনের এক্সটেনশন চেক করবেন। এটি হলো (everify.bdris.gov.bd) জন্ম নিবন্ধন অনলাইনে যাচাই করার অফিসিয়াল ওয়েবসাইট।
জন্ম নিবন্ধন অনলাইন চেক করতে কত টাকা লাগে?
জন্ম নিবন্ধন করতে টাকা লাগলেও জন্ম নিবন্ধন অনলাইন চেক করতে কোনো টাকা লাগে না। অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে উপরে উল্লেখ্যিত নিয়ম অনুসরণ করেই জন্ম নিবন্ধন চেক করা যায়।
চুড়ান্ত মন্তব্য
আর্টিকেলের শেষ পর্যায়ে এসে এটুকু ensure করতে পারি যে, আপনি সম্পুর্ণভাবেই অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম জেনে গিয়েছেন। এটি ব্যতীত অনলাইনে জন্ম নিবন্ধন চেক করার আর উপায় নেই।
আর্টিকেলটি শেষ করছি এক সতর্কবার্তা দিয়ে এবং সেটি হলো যখন অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করবেন তখন সেটির যাচাই কপি ডাউনলোড কিংবা প্রিন্ট আউট করে রাখবেন পরবর্তী সময়ের কোনো ঝামেলা থেকে মুক্তির জন্য।