রকেট একাউন্ট চেক করার কোড
Rocket বাংলাদেশের প্রথম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্ল্যাটফর্ম যেটা কি-না ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর পক্ষ থেকে শুরু করা হয়েছিলো।
বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সেবার পথ-প্রদর্শক “রকেট” একাউন্ট রয়েছে অনেকেরই। তবে অনেকেই রকেটে টাকা দেখার নিয়ম সম্পর্কে অবগত নয়। একাউন্ট নতুন হোক কিংবা পুরাতন, ব্যালেন্স জানার প্রয়োজনীয়তা সবসময়ই।
এই আর্টিকেলটির উদ্দেশ্য অ্যাপ ছাড়া রকেট ব্যালেন্স চেক করার নিয়ম সম্পর্কে জানানো। ধাপে ধাপে পুরো বিষয়কে উপস্থাপন করা হবে।
রকেট একাউন্ট চেক করার কোড কি?
রকেট একাউন্ট চেক করা বলতে এখানে রকেট একাউন্টে থাকা ব্যালেন্স/ টাকা কত আছে সেটা জানতে চাওয়ার বিষয়টিকে বোঝানো হয়েছে। আর এই কাজটি করার ক্ষেত্রে যে কোড বা USSD ব্যবহার করা হয় সেটিকেই “রকেট একাউন্ট চেক করার কোড” বলা হয়ে থাকে।
রকেট একাউন্ট চেক করার কোড হলো *322#
রকেটে টাকা দেখার নিয়ম (ধাপে ধাপে)
এই পর্যায়ে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করবো USSD কোড ডায়াল করে মোবাইল থেকে রকেটে টাকা দেখার নিয়ম। এক্ষেত্রে প্রথমেই আপনার ফোনের Dial প্যাড থেকে টাইপ করুন *৩২২# এবং কল করুন যে নাম্বারে রকেট একাউন্ট খোলা আছে সে নাম্বার থেকে।
এবার অনেক গুলো মেনু অপশন আসবে যেখান থেকে ৫ নাম্বার মেনু “My Acc” টি Dial করতে হবে। এক্ষেত্রে 5 Type করে Send অপশনে ক্লিক করুন।
এই পর্যায়ে আরেকবার কিছু মেনু অপশন দেখানো হবে। এখান থেকে ১ম অপশন তথা “balance” অপশন সিলেক্ট করতে 1 Type করে Send অপশনে ক্লিক করুন।
এবার Rocket একাউন্টের ৪ সংখ্যার পিন (Personal Identity Number) টাইপ করে সেন্ড করলেই আপনার একাউন্টে কত টাকা আছে তা দেখতে পারবেন।
ব্যাস, এটুকুই ছিলো রকেটে টাকা দেখার নিয়ম। যারা অ্যাপ ছাড়া Dial করে ব্যালেন্স জানতে চান তারা এই পদ্ধতিতেই জানতে পারবেন। বাটন মোবাইল হোক কিংবা স্মার্টফোন, উভয়ের ক্ষেত্রে একই নিয়ম।
চুড়ান্ত মন্তব্য
আর্টিকেলে উল্লেখ্যিত পদ্ধতি অনুসরণ করে রকেট একাউন্ট চেক করতে সক্ষম হবেন। রকেট অ্যাপ ছাড়াই কেবল Dial code দিয়ে রকেটে টাকা দেখার নিয়ম সম্পর্কে অবগত করা হয়েছে।
আশা করছি উক্ত আর্টিকেলটি আপনার ভালো লেগেছে, পাশাপাশি MFS সম্পৃক্ত অন্যান্য বিষয় জানতে আমাদের ওয়েবসাইটের ফাইন্যান্সিয়াল সার্ভিস ক্যাটাগরিটি অনুসরণ করুন, ধন্যবাদ।